Thank you for trying Sticky AMP!!

'জনযুদ্ধের' নামে ২০ শিক্ষকের কাছে চাঁদা দাবি

চাঁদাবাজি

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ২০ জন শিক্ষকের কাছে নিষিদ্ধ ঘোষিত বিপ্লবী কমিউনিস্ট পার্টি জনযুদ্ধের পরিচয় দিয়ে মুঠোফোনে দুই লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়েছে। টাকা দিতে ব্যর্থ হলে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে।

গতকাল রোববার কলেজ চলার সময় চাঁদা দাবি করে ফোন দেওয়া হয়। এ ঘটনায় কলেজশিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সাজ্জাদ হোসেন জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রবিউল ইসলাম, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান এম আবদুর রহিমসহ ২০ জন শিক্ষকের কাছে মুঠোফোনে বিভিন্ন নম্বর থেকে ফোন করা হয়। যে ব্যক্তি ফোন করেছেন তিনি নিজেকে জনযুদ্ধের আঞ্চলিক কমান্ডার হাত কাটা বিপ্লব পরিচয় দিয়ে জনপ্রতি দুই লাখ টাকা করে চাঁদা দাবি করেন। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, একটি বিকাশ নম্বর দেওয়া হবে। সেই নম্বরে টাকা দিতে অস্বীকার করলে হত্যার হুমকি দেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষকের কাছে বিভিন্ন ফোন নম্বর থেকে জনপ্রতি দুই লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়েছে। তিনি বলেন, ‘আমার কাছে একটি নম্বর থেকে ফোন করা হয়। নিজেকে বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ‘হাত কাটা বিপ্লব’ পরিচয় দিয়ে চাঁদা চাওয়া হয়েছে। আমরা পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছি।’

জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা জেনেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’