Thank you for trying Sticky AMP!!

'জিনের বাদশা' সেজে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

প্রতীকী ছবি

‘জিনের বাদশা’ সেজে প্রতারণা করে সাড়ে সাত লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে বরিশাল নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রোববার রাতে শহরের হেমায়েত উদ্দিন সড়কের লেচু-শাহ মাজারসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আটক এই দম্পতি হলেন বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চর আইচা পোলেরহাট এলাকার বাসিন্দা মো. ইউসুফ হাওলাদার (৪৫) ও তাঁর স্ত্রী সাহিদা বেগম (৩০)। তাঁরা শহরের কসাইখানা মাদ্রাসা রোড এলাকার কলাপট্টি এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ খায়রুল আলম প্রথম আলোকে বলেন, বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরহোগলা এলাকার এক নারী ইউসুফ ও সাহিদার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ইউসুফ ও সাহিদা জিনের বাদশা সেজে প্রতারণার আশ্রয় নিয়ে ওই নারীর কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ওই মামলার সূত্র ধরেই দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দম্পতিকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।