Thank you for trying Sticky AMP!!

ট্রেন

টিকিট কালোবাজারির অভিযোগে টিকিট বুকিং সহকারী গ্রেপ্তার

টিকিট কালোবাজারির অভিযোগে ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশনের টিকিট বুকিং সহকারী সাথী আক্তারকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সাথী আক্তার দায়িত্ব পালনের সময় কাউন্টারে টিকিট কাটতে আসা যাত্রীদের মুঠোফোন নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করে সংরক্ষণ করতেন। পরে সেগুলো ব্যবহার করে নিজের বুকিং আইডি দিয়ে বিভিন্ন তারিখ ও বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকিট কাটতেন। দায়িত্ব পালন শেষে টিকিটগুলো কৌশলে লুকিয়ে স্টেশন ছাড়তেন। গভীর রাতে বিমানবন্দর এলাকায় টিকিট ও অর্থের লেনদেন করতেন তিনি।

টিকিটগুলো কালোবাজারি চক্রের সদস্যদের কাছে পৌঁছে লাভের অংশের টাকা বুঝে নিতেন।

রেলওয়ে পুলিশ জানায়, কালোবাজারি ও দালাল চক্রও সাথীর কাছে জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোন নম্বর সরবরাহ করত।