Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রামে ২১ বছর আগের খুনের মামলায় একজনের ফাঁসির আদেশ

আদালত

চট্টগ্রামে প্রায় ২১ বছর আগের এক খুনের মামলায় একজনের ফাঁসির আদেশ এবং আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বেলা দেড়টার দিকে জননিরাপত্তা ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক মোহাম্মদ সেলিম মিয়া এ রায় দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সেকান্দর আলী প্রথম আলোকে বলেন, আদালত আসামি মোহাম্মদ শুক্কুরকে ফাঁসির আদেশ এবং আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দুই আসামিই পলাতক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

Also Read: জমিসংক্রান্ত বিরোধে হত্যা, দেড় দশক পরে ২ ভাইয়ের ফাঁসির আদেশ

আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১৮ জানুয়ারি চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি মেথরপট্টি এলাকায় তরকারি বিক্রেতা মোহাম্মদ ইদ্রিসকে গুলি করে হত্যা করা হয়। পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ইদ্রিসের ভাই মোহাম্মদ শহীদ বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এ মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।