Thank you for trying Sticky AMP!!

রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাউজিং এলাকায় আজ ভোরে অভিযান চালিয়ে ৯৫৮ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করে র‌্যাব

রাজধানীতে হাজার বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাউজিং এলাকায় আজ বুধবার ভোরে অভিযান চালিয়ে ৯৫৮ বোতল ফেনসিডিলসহ সজীব ওরফে ফেনসি সজীব (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।  

আজ র‍্যাব-২-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছুদিন ধরে র‌্যাবের কাছে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য আসে, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিছু অসাধু মাদক ব্যবসায়ী দেশের বিভিন্ন স্থান থেকে মাদক এনে বছিলা সিটি হাউজিং এলাকায় বিক্রি করছেন।

গত সোমবার গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, সীমান্তের জেলা কুমিল্লা থেকে মাদকের একটি বড় চালান ঢাকায় নিয়ে এসে ভাড়া বাসায় রেখে খুচরা ও পাইকারি বিক্রি করছে একটি চক্র। ওই তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ মোহাম্মদপুরের সিটি হাউজিং এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে র‌্যাব-২-এর একটি আভিযানিক দল আজ ভোর সাড়ে ৫টার দিকে সিটি হাউজিং এলাকায় অভিযান চালিয়ে মো. সজীব ওরফে ফেনসি সজীবকে আটক করে।

জিজ্ঞাসাবাদে সজীব প্রথমে কৌশলে এড়িয়ে গেলেও পরে তাঁর কাছে ফেনসিডিল থাকার কথা স্বীকার করে। এরপর সজীবের তথ্যের ভিত্তিতে তাঁর ভাড়া বাসার শৌচাগারের ওপর ফলস ছাদ এবং অতিথিকক্ষে বিশেষভাবে লুকিয়ে রাখা পাঁচটি প্লাস্টিকের বস্তায় মোট ৯৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব। জব্দ করা ৯৫৮ বোতল ফেনসিডিলের দাম প্রায় ২৮ লাখ ৭৪ হাজার টাকা।    

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আটক সজীব আন্তজেলা মাদক ব্যবসায়ী এবং মাদকের ডিলার। তাঁর বাড়ি সীমান্তবর্তী কুমিল্লা হওয়ায় পাশের দেশ থেকে কম দামে নেশাজাতীয় অবৈধ মাদক ফেনসিডিল কিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন।

তিনি একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের মূল হোতা এবং দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী কুমিল্লা থেকে রাজধানীতে মাদক নিয়ে আসার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে নিত্যনতুন বিশেষ পন্থা অবলম্বন করছিলেন। তিনি ঢাকা শহরের মোহাম্মদপুর সিটি হাউজিং এলাকায় বাসা ভাড়া নিয়ে মূলত মাদক মজুত রেখে বিক্রি করতেন।