Thank you for trying Sticky AMP!!

অবৈধভাবে বালু তোলায় সাড়ে ৬ লাখ টাকা জরিমানা, ৮টি বাল্কহেড জব্দ

সুনামগঞ্জের চলতি নদের ধোপাজান বালুমহালে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জব্দ করা বাল্কহেড। আজ মঙ্গলবার বিকেলে

সুনামগঞ্জের চলতি নদের ধোপাজান বালুমহালে অবৈধভাবে বালু ও পাথর তোলায় ১৫টি বালু-পাথরবোঝাই বাল্কহেডের মালিককে ৬ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মালিকবিহীন পাওয়া আরও আটটি বালু ও পাথরবোঝাই বাল্কহেড জব্দ করা হয়।

আজ মঙ্গলবার বিকেলে মহালের বিশ্বম্ভরপুর উপজেলা অংশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদি উর রহিম জাদিদ। এ সময় বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরঞ্জিত তালুকদারসহ পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদ

ইউএনও সাদি উর রহিম জাদিদ বলেন, এই বালুমহাল ইজারা হয়নি। এখানে বালু তোলা সম্পূর্ণ বন্ধ। মহালে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালিত হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের চলতি নদের ধোপাজান বালুমহালটি জেলার সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলাজুড়ে পড়েছে। মহালটি নিয়ে উচ্চ আদালতে মামলা থাকায় ২০১৮ সাল থেকে মহালের ইজারা বন্ধ আছে। এ সুযোগে কিছু লোক মহাল থেকে দিনে ও রাতে অবৈধভাবে বালু উত্তোলন করে। নদের পাড় কেটে বালু উত্তোলন করায় চলতি নদের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। ক্ষতি হচ্ছে পরিবেশের। বিভিন্ন সময়ে প্রশাসন ও টাস্কফোর্সের অভিযান হলেও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না।