Thank you for trying Sticky AMP!!

অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে চাঁদপুরে বাস ধর্মঘটের ডাক, পরে প্রত্যাহার

চাঁদপুরের সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। আজ মঙ্গলবার সকাল সাতটা থেকে অনির্দিষ্টকালের জন্য জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট আহ্বান করে। পরে খবর পেয়ে পুলিশের হস্তক্ষেপে এই ধর্মঘট তুলে নেওয়া হয়।

ধর্মঘট চলাকালে চাঁদপুর থেকে দেশের বিভিন্ন স্থানে আটটি রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকে। এর মধ্যে চাঁদপুর–ঢাকা, চাঁদপুর-চট্টগ্রাম, চাঁদপুর-সিলেট, চাঁদপুর-কুমিল্লা ও চাঁদপুর-নোয়াখালী রুটও রয়েছে।

সংগঠনের সভাপতি মো. বাবুল মিজি বলেন, ‘যাঁরা বৈধভাবে যানবাহন চালাচ্ছেন, তাঁরা দীর্ঘদিন ধরে অবৈধ যানবাহন ও চালকদের দ্বারা হয়রানির শিকার হচ্ছেন। অবৈধ যানবাহন বন্ধের জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই জন্য অনির্দিষ্টকালের ধর্মঘটের আহ্বান করা হয়।’

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা শ্রমিক সংগঠনের সঙ্গে কথা বলে তাদের দাবিসমূহ নিয়ে ব্যবস্থার আশ্বাস দিলে তারা ধর্মঘট উঠিয়ে নেয়।’