Thank you for trying Sticky AMP!!

অভিযানের খবরে ঘরে তালা দিয়ে পালালেন প্রবাসী

চার দিন আগে কাতার থেকে এসে বাইরে ঘুরছিলেন তিনি। এলাকার কারও কথা মানছেন না। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বিদেশফেরত ওই ব্যক্তির বাড়ি পৌঁছার আগে তিনি ঘরে তালা দিয়ে পালিয়ে যান।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের অভিযোগ, ৪ দিন আগে ৩০ বছর বয়সী এই ব্যক্তি কাতার থেকে আসেন। তিনি হোম কোয়ারেন্টিন না মেনে মোটরসাইকেলে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। এমনকি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর কথাও মানছে না। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান অভিযান চালান। সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিব পালিত ও রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম। 

ইউএনও বলেন, দুর্গম এই এলাকায় হেঁটে প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাঁর বাড়ি পৌঁছানোর আগে তালা লাগিয়ে পালিয়ে যান এই প্রবাসী। তাঁকে খুঁজে না পেয়ে বাড়িতে হোম কোয়ারেন্টিনের স্টিকার লাগিয়ে এবং লাল পতাকা টানিয়ে এই বাড়ির আশপাশে কাউকে না আসার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রবাসফেরত এই ব্যক্তিকে খুঁজে বের করে জরিমানা করা হবে বলেও জানান ইউএনও।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও স্থানীয় লোকজনকে সচেতন করতে রাঙ্গুনিয়ায় বিদেশফেরত ১৭৪ জনের বাড়িতে লাল পতাকা ও স্টিকার লাগানো হয়েছে।