Thank you for trying Sticky AMP!!

আইসোলেশন থেকে পালালেন এক ব্যক্তি

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থাকা এক ব্যক্তি পালিয়ে গেছেন।

আজ শুক্রবার ভোররাতে হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে তিনি চলে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ওই ব্যক্তি একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়িচালক। তবে তাঁর পরিবার থাকে তাঁর আগের কর্মস্থলের কোয়ার্টারে।

২৫ মার্চ দুপুরে ওই ব্যক্তি কর্মস্থল থেকে পরিবারের কাছে ফেরেন। এরপর তাঁর জ্বর-শ্বাসকষ্ট দেখা দেয়। বিষয়টি জানতে পেরে গতকাল সকালে হাসপাতালের আইসোলেশনে তাঁকে রাখা হয় এবং করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য কিশোরগঞ্জের সিভিল সার্জনের পক্ষ থেকে আইইডিসিআরে যোগাযোগ করা হয়। কিন্তু আজ ভোরে ওই ব্যক্তি হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু না জানিয়ে সপরিবার হাসপাতাল ছাড়েন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, তিনি তাঁর গ্রামের বাড়ি শেরপুরে চলে গেছেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জের সিভিল সার্জন মো. মুজিবুর রহমান বলেন, শেরপুরের জেলা সিভিল সার্জনকেও বিষয়টি জানানো হয়েছে যেন আইইডিসিআর এর প্রতিনিধি শেরপুরে গিয়ে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে।