Thank you for trying Sticky AMP!!

আখাউড়া বন্দরের এক ভবনেই মিলবে সব সেবা

আজ বৃহস্পতিবার দুপুরে আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে এসেছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এক ভবনে সব ধরনের সেবা মিলবে। এ জন্য যাত্রী ছাউনিসহ একাধিক স্থাপনা নির্মাণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১০৫ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার দুপুরে আখাউড়া স্থলবন্দর পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আলমগীর এসব কথা বলেন। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার স্থলবন্দর চেয়ারম্যানকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানান।

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, আখাউড়া স্থলবন্দরকে আরও উন্নত করার পরিকল্পনা আছে। এশিয়ান ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে ২১৭ কোটি টাকার অর্থায়ন পাওয়া গেছে। এর মধ্যে আখাউড়া স্থলবন্দরে ১০৫ কোটি টাকা ব্যয় করা হবে। বেনাপোলের পর এই বন্দর দিয়েই বেশি যাত্রী যাতায়াত করে। যাত্রীরা যেন সহজভাবে কোনো ধরনের সমস্যা ছাড়াই এদিকে চলাচল করতে পারে, সেই ব্যবস্থা নেওয়া হবে। নতুন যে স্থলবন্দরগুলো হচ্ছে সেগুলোর মতো এখানেও মাল্টি এজেন্সি সার্ভিস সেন্টার তৈরি করা হবে। অর্থাৎ এখানে একই ভবনের ভেতরে যাত্রীরা সব ধরনের সুবিধা পাবে, এমন ভবন তৈরি করা হবে।

আখাউড়া বন্দর পরিদর্শন শেষে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এই বন্দর দিয়ে ভারতের আগরতলায় যান। সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে সভা করার কথা আছে। ভারতের আগরতলা স্থলবন্দরের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন।