Thank you for trying Sticky AMP!!

আখাউড়া স্থলবন্দরে ভারতীয় নিষিদ্ধ ওষুধ জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ভারতীয় নিষিদ্ধ বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়েছে। রোববার দুপুরে কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ ভারত থেকে বাংলাদেশে আসা তিন পাসপোর্টধারী যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব জব্দ করে। জব্দ করা ওষুধ আখাউড়া শুল্ক গুদামে জমা করা হয়েছে।

আখাউড়া স্থলবন্দরের শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মো. মোস্তাক আহমেদ বলেন, দুপুরে ভারতের কলকাতার তিন পাসপোর্টধারী যাত্রী আগরতলা-আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এতে শুল্ক গোয়েন্দা বিভাগের সন্দেহ হয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা লাগেজ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন প্রকার বিপুল পরিমাণ কুকুরের ওষুধ জব্দ করা হয়েছে।

আখাউড়া কাস্টমস রাজস্ব কর্মকর্তা শাহ্ নোমান সিদ্দিকী বলেন, ঔষধ প্রশাসনের অনুমতি না থাকায় এসব ওষুধ জব্দ করা হয়েছে। এসব ওষুধের মূল্য অর্ধ লক্ষাধিক টাকা। তবে অবৈধ বা মাদকদ্রব্য না হওয়ায় ওই তিন যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।