Thank you for trying Sticky AMP!!

আগামী নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করছে একটি পক্ষ: শিক্ষামন্ত্রী

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি। রোববার বেলা ১১টায় চাঁদপুরের বাবুরহাট উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজে

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রভাব ফেলার চেষ্টা করছে একটি পক্ষ। যারা শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা করতে চায়, যারা শিক্ষাঙ্গনে অরাজকতা সৃষ্টি করে, তারাই জাতীয় রাজনীতিতে একধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

আজ রোববার বেলা ১১টায় চাঁদপুরের বাবুরহাট উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

দীপু মনি বলেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ শান্তিতে এগিয়ে চলছে বলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এটা বিরোধী দল মেনে নিতে পারছে না। তাই তারা একের পর এক নানা অরাজকতা সৃষ্টি করছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, যারা অতীতে এ দেশে দুঃশাসন চালিয়েছে, নির্বাচনকে সামনে রেখে সেই অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করে তারা তাদের অন্যায় কিছু সুবিধা আদায়ের চেষ্টা করছে হয়তো। তাদের সেই অপচেষ্টা নিশ্চয়ই সফল হবে না। তিনি আরও বলেন, তারা সব সময় অপরাজনীতি দিয়ে শিক্ষাঙ্গনকে উচ্ছৃঙ্খল-বিশৃঙ্খল করতে, রক্তাক্ত করতে, অতীতে যেভাবে অপচেষ্টা চালিয়েছে, এখনো সেই অপচেষ্টা চালাচ্ছে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ ও সচেতন ছাত্রসমাজ সেটি প্রতিহত করবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন সারোয়ার, পুলিশ সুপার মিলন মাহমুদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, পৌর মেয়র জিল্লার রহমান প্রমুখ।