Thank you for trying Sticky AMP!!

আগুনে পুড়ল ১০০ বিঘা পানবরজ, কোটি টাকার ক্ষতি

আগুনে পুড়ছে পানের বরজ। আজ রোববার দুপুরে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায়

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অগ্নিকাণ্ডে অন্তত ১০০ বিঘা জমির পানবরজ পুড়ে গেছে। আজ রোববার বেলা ২টার দিকে উপজেলার মান্দারবাড়িয়া ও শিতলী গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী ও হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার আয়ুব হোসেন চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বেলা আড়াইটা থেকে অগ্নিনির্বাপণের কাজ শুরু করেন। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই দুই গ্রামের কৃষক শাহিন মণ্ডল, জাফর আলী, মতিয়ার বিশ্বাস, শরিফুল ইসলাম, সাহেব আলী, গোলজার আলী, জাকির হোসেনসহ ৬০ কৃষকের প্রায় ১০০ বিঘা জমির পানবরজ পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, বিড়ি-সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে কোন কৃষকের কত বিঘা জমির বরজ পুড়েছে, তা প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।