Thank you for trying Sticky AMP!!

আগুন পোহাতে গিয়ে মারা গেলেন দুই নারী

আগুন

কনকনে শীতে আগুন পোহাতে গিয়ে এক অন্তঃসত্ত্বা নারীসহ দুই নারী মারা গেছেন। সোমবার সকালে ও রোববার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।

মারা যাওয়া দুজন হলেন লিজা বেগম (২২) ও খেজমতি রানী (৬০)। লিজা বেগম অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়। খেজমতি রানীর বাড়ি লালমনিরহাট জেলার সদর উপজেলায়।

হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে জানা যায়, রোববার বিকেলে প্রচণ্ড শীতে খড়কুটা জ্বালিয়ে আগুন পোহাতে যান লিজা বেগম। এ সময় তাঁর শাড়িতে আগুন ধরে গেলে তিনি দগ্ধ হন। তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তিনি মারা যান। তাঁর শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। এদিকে খেজমতি রানীও শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন। আজ সোমবার সকালে হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। তাঁর শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, প্রতিবছরই শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ রোগী হাসপাতালে ভর্তি হন। এবার তুলনামূলক কিছুটা কম। সোমবার দুপুর পর্যন্ত শীতে আগুন পোহাতে গিয়ে বার্ন ইউনিটে আটজন দগ্ধ রোগী ভর্তি আছেন। তাঁদের অবস্থা কিছুটা ভালো।