Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রামের আনোয়ারায় বিভিন্ন জায়গায় বেড়িবাঁধে ভাঙন শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় উপজেলার ফকিরহাট এলাকায়।

আনোয়ারায় বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ঢুকছে

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে চট্টগ্রামের আনোয়ারায় উপকূলের বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি প্রবেশ করেছে। পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন স্থানে বেড়িবাঁধে ভাঙন দেখা গেছে। জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ২২টি ঘর।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আনোয়ারা উপকূলে এখন জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। উপকূলের পশ্চিম পাশে বঙ্গোপসাগরের বড় বড় ঢেউ সমুদ্রতীরে আছড়ে পড়ছে। পাশাপাশি পূর্বপাশে শঙ্খ নদে জোয়ারের পানি ছুঁই ছুঁই করছে। বেড়িবাঁধ টপকে অনেক এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে।

বুধবার সকাল ১০টায় উপজেলার ছত্তার মাঝিরঘাট এলাকায় গিয়ে দেখা যায়, বঙ্গোপসাগরের ঢেউ আছড়ে পড়ছে বেড়িবাঁধে। ঢেউয়ের আঘাতে মাঝেমধ্যেই ভেঙে পড়ছে মাটির বাঁধ। বেলা সাড়ে ১১টার দিকে একই চিত্র দেখা যায় ফকিরহাট এলাকায়। সেখানে জোয়ারের ধাক্কায় বেড়িবাঁধ ভেঙে যাচ্ছিল। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম বলেন, জোয়ারের পানি প্রবেশ করায় ইউনিয়নের ঘাটকূল এলাকার ২২টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পানি প্রবেশ করেছে সরেঙ্গা এলাকায়। এর বাইরে ফকিরহাট, ছিপাতলী ঘাট, গলাকাটা ঘাট ও ছত্তার মাঝিরঘাট এলাকা দিয়ে বেড়িবাঁধ টপকে পানি প্রবেশ করেছে।

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী অনুপম দাশ বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় আপাতত জরুরি সংস্কার করব।’ আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, ‘আমরা ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু করছি।’