Thank you for trying Sticky AMP!!

আবারও ত্রাস সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে আ.লীগ: ফখরুল

ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে

আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ ত্রাস সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, প্রকৃতপক্ষে আওয়ামী লীগের স্বভাবসুলভ চরিত্র, তারা সব সময় সন্ত্রাসী কার্যক্রম করে, ত্রাস সৃষ্টি করে ক্ষমতায় যায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ একইভাবে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে।

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে এবং দেশ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত ব্যক্তিদের বিরুদ্ধে বিষোদ্‌গার করেছেন। এমনকি পত্রিকার সম্পাদক ও অর্থনীতিবিদদের বিরুদ্ধেও বিষোদ্‌গার করেছেন শেখ হাসিনা। বিএনপির বিরুদ্ধে বিষোদ্‌গার করতে গিয়ে তিনি (শেখ হাসিনা) বিএনপি নির্বাচনে রিগিং (কারচুপি) করে ক্ষমতায় আসে, এ ধরনের কথা বলেছেন। তাঁর এই মন্তব্যের আমি তীব্র বিরোধিতা করছি ও নিন্দা জানাচ্ছি।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ২০১৪ সালে জনগণকে ভোট দেওয়ার কোনো সুযোগ দেয়নি আওয়ামী লীগ। ১৫৪টি আসনে বিনা ভোটে নির্বাচিত করে তারা ক্ষমতায় গেছে। একইভাবে ২০১৮ সালেও তারা সারা দেশে একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। নির্বাচনপূর্ব গায়েবি মামলা, হাজার হাজার নেতা-কর্মীকে কারারুদ্ধ করা, সংসদ সদস্য প্রার্থী ১৯ জনকে বন্দী করা, আদালতকে ব্যবহার করা, এ ছাড়া নির্বাচন কমিশন ও রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভোটের আগের রাতেই নির্বাচনের ফলাফল আওয়ামী লীগ তাদের পক্ষে নিয়ে গেছে।

মির্জা ফখরুল বলেন, এই যাদের ইতিহাস, সেটা আজকের শুধু নয়, ১৯৭৩ সালে যখন আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ও জনপ্রিয়তা ছিল, তখনো কিন্তু নির্বাচনে তারা কাউকে ছাড় দেয়নি। এটা তাদের স্বভাব। এই স্বভাবের জন্য তারা জোর করে সবকিছুতে শক্তি ও বল প্রয়োগ করে ক্ষমতা নিরঙ্কুশ করতে চায়।

নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘২১ বছর ক্ষমতার বাইরে ছিল আওয়ামী লীগ। তারপর ক্ষমতায় এসেছে দলটি। সুতরাং ক্ষমতার বাইরে থাকলেই পতন হয় না। আমরা হচ্ছি উচ্চগামী ও ঊর্ধ্বগামী দল। তা প্রমাণ করার জন্য একটা নিরপেক্ষ নির্বাচন দরকার। আর কিছুই দরকার নেই আমাদের।’

Also Read: প্রধানমন্ত্রীর কথার মধ্যে খালেদা জিয়াকে হত্যার হুমকি ছিল: মির্জা ফখরুল

মতবিনিময় সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মো. তৈমুর রহমান, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।