Thank you for trying Sticky AMP!!

ইউএনও ওয়াহিদার ওপর হামলার বিচার দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর হামলার ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে বুধবার আটোয়ারী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয়

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর হামলার প্রতিবাদে এবং এই হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মানববন্ধন হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে আটোয়ারী-ঠাকুরগাঁও সড়কে যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচি পালন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা পশিম উদ্দীন, লুৎফর রহমান, ফজলুল করিম ও জাহেদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মাজেদুর রহমান ও যুগ্ম আহ্বায়ক শাহীদুল জব্বার বক্তব্য দেন।


বক্তারা বলেন, সম্প্রতি সরকারি বাড়িতে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর আলীকে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা চালানো হয়েছে। কক্সবাজারে মুক্তিযোদ্ধার সন্তান সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে। চট্টগ্রামের বাঁশখালীর মুক্তিযোদ্ধা আলী আশরাফকে মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মাননা না দেওয়ায় সেখানে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিবাদ সভায় হামলা করা হয়েছে। এ ছাড়া সম্প্রতি আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শামসুল হুদার ছেলে আমিনুল ইসলামকে তুচ্ছ ঘটনায় হত্যা করা হয়েছে।

এসব হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, সারা দেশে বিভিন্ন স্থানে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের ওপর নানাভাবে নির্যাতন ও হামলা চালানো হচ্ছে। মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হামলা ও হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। পরে আটোয়ারী ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।


২ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন ইউএনও ও তাঁর বাবা ওমর আলী।