Thank you for trying Sticky AMP!!

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদে নওগাঁর মহাদেবপুরে শনিবার দুপুরে মানববন্ধন হয়েছে। ওয়াহিদা খানমের বাড়ি মহাদেবপুরে।

ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদে মহাদেবপুরে মানববন্ধন

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদে এবং এই হামলায় জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে তাঁর গ্রামের বাড়ি নওগাঁর মহাদেবপুরে মানববন্ধন হয়েছে। আজ শনিবার মহাদেবপুর উপজেলা সদরের মাছ চত্বরে মহাদেবপুরবাসী ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দুর্বৃত্তদের হামলায় আহত ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের বাবার বাড়ি মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ দুলালপাড়া গ্রামে। তাঁর ওপর হামলার প্রতিবাদে আজ দুপুর ১২টায় মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহাদেবপুর অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক ও সংস্কৃতিকর্মী ওবায়দুল হক। এতে বক্তব্য দেন মহাদেবপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, মহাদেবপুর বণিক সভাপতি মনিরুল হক, স্থানীয় বাসিন্দা রাজু আহমেদ, জাহাঙ্গীর আলম, গোলাম কাওসার প্রমুখ।

Also Read: ইউএনও ওয়াহিদার জ্ঞান ফিরেছে, কথা বলেছেন: চিকিৎসক

ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম

ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনে বক্তারা বলেন, তাঁর ওপর হামলা যে ঘটনা ঘটেছে, তা সুপরিকল্পিত। এটা নিছক কোনো চুরির ঘটনা হতে পারে না। কেন এভাবে একজন ইউএনওর ওপর হামলা হলো, তার সঠিক তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
ইউএনও ওয়াহিদা খানমের সহপাঠী গোলাম কাওসার বলেন, ‘একজন পরোপকারী ও সৎ মানুষ হিসেবে এলাকার সবাই তাকে জানে। তার ওপর এ ধরনের হামলার ঘটনা কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

মহাদেবপুর উপজেলা সদরের লিচুবাগান এলাকার বাসিন্দা আহসান হাবিব বলেন, মাঠপর্যায়ে একজন ইউএনওকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। কারও স্বার্থে ব্যাঘাত ঘটার কারণে ইউএনওর অনেক শত্রু তৈরি হতে পারে। ওয়াহিদা খানমের ওপর হামলার ক্ষেত্রেও এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। সঠিক তদন্তের মাধ্যমে হামলার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।

মাঠপর্যায়ে একজন ইউএনওকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। কারও স্বার্থে ব্যাঘাত ঘটার কারণে ইউএনওর অনেক শত্রু তৈরি হতে পারে। ওয়াহিদা খানমের ওপর হামলার ক্ষেত্রেও এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে।
আহসান হাবিব, বাসিন্দা, লিচুবাগান এলাকা, মহাদেবপুর উপজেলা

গত বুধবার গভীর রাতে সরকারি বাসভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর আলীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরদিন সকালে ঘটনাটি জানাজানি হলে পুলিশ এসে ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবাকে উদ্ধার করে। আহত ওয়াহিদা খানম বর্তমানে ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে এবং তাঁর বাবা ওমর আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Also Read: নিজের নাম বলতে পারলেও হামলার ঘটনা মনে করতে পারছেন না ইউএনও ওয়াহিদা