Thank you for trying Sticky AMP!!

ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল, সম্পাদক সোহরাব

সভাপতি চৌধুরী কামরুল হাসান (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন (ডানে)

দীর্ঘ ১৮ বছর পর কিশোরগঞ্জের ইটনা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানকে সভাপতি ও বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ওরফে ঠাকুর খসরুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

আজ সোমবার দুপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

সদ্য বিলুপ্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাঈল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ আফজল। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামছুন্নাহার চাঁপা, কেন্দ্রীয় নেতা মোস্তুফা জালাল, সানজিদা খান, এ বি এম রিয়াজুল কবির, সংসদ সদস্য মো. আফজাল হোসেন, রেজওয়ান আহাম্মদ ওরফে তৌফিক, সৈয়দা জাকিয়া নূর ওরফে লিপি, জাকিয়া পারভীন, সাবেক সংসদ সদস্য মো. সোহরাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পীযুষ কান্তি সরকার প্রমুখ।

১৮ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপজেলার নয়টি ইউনিয়ন থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা সম্মেলনে যোগ দেন। পরে সম্মেলনের মঞ্চেই সমঝোতার মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।