Thank you for trying Sticky AMP!!

উপসর্গ নিয়ে মারা যাওয়া পৌর সার্ভেয়ারের করোনা পজিটিভ

করোনাভাইরাসের উপসর্গ জ্বর–শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া পিরোজপুর পৌরসভার সার্ভেয়ার নজরুল ইসলামের (৩৮) নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছে। গতকাল সোমবার রাতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের অণুজীববিজ্ঞান বিভাগের করোনাভাইরাস পরীক্ষাগার থেকে পিরোজপুরের সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো প্রতিবেদনে তাঁর নমুনা পজিটিভ এসেছে।

নজরুল ইসলাম গতকাল সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি পিরোজপুর পৌরসভার উত্তর নামাজপুর গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে।


পিরোজপুরের সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ জাকী বলেন, মৃত নজরুল ইসলাম কোভিড-১৯-এ আক্রান্ত ছিলেন বলে নমুনা পরীক্ষায় জানা গেছে। চিকিৎসাধীন অবস্থায় তাঁর নমুনা নেওয়া হয়েছিল।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে নজরুল ইসলাম জ্বর, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হন। গত রোববার সকালে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। ওই দিন দুপুরে নজরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল সকাল নয়টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে রাতে নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার তথ্য পাওয়া যায়।


সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত জেলায় ১ হাজার ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৭১৬ জন। মারা গেছেন ২২ জন।