Thank you for trying Sticky AMP!!

উড়ো চিঠি তদন্ত করছে গোয়েন্দারা: স্বরাষ্ট্রমন্ত্রী

লালমনিরহাট কারাগারে আসা উড়ো চিঠি গোয়েন্দাদের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, তাঁরা এটি নিয়ে কাজ করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লালমনিরহাট কারাগারে একটি উড়ো চিঠি এসেছে। ওই কারাগারে এমন চিঠি সব সময়ই আসে। তারপরও চিঠিটি যাচাইয়ের জন্য গোয়েন্দাদের কাছে পাঠানো হয়েছে। গোয়েন্দা সংস্থা এ বিষয়ে কাজ করছে।’

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

গত সপ্তাহে লালমনিরহাট কারাগারের জেল সুপার ও জেলা প্রশাসকের কাছে একটি উড়ো চিঠি আসে। সেই চিঠিতে কারাগার উড়িয়ে দিয়ে ‘সাথী ভাইদের’ ছিনিয়ে নেওয়ার হুমকি দেয় দুর্বৃত্তরা। চিঠিটি আমলে নিয়ে কারাগারের নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঘটনাটির তদন্ত শুরু করে প্রশাসন। ১২ সেপ্টেম্বর জেল সুপারকে ফোন করেও একইভাবে হুমকি দেওয়া হয়।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি কারাগার থেকে আসামি পালানোর ঘটনার পরপরই দেশের কারাগারগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

১৯০ জনের ধারণক্ষমতাসম্পন্ন লালমনিরহাট কারাগারে এখন পর্যন্ত ৪৬৬ জন আসামি ও কয়েদি রয়েছেন। তাঁদের মধ্যে নাশকতার বিভিন্ন মামলায় জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য রয়েছেন ২০ জন।