Thank you for trying Sticky AMP!!

এক রাতে দুই বাল্যবিবাহ বন্ধ

বাল্যবিবাহ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শুক্রবার রাতে দুটি বাল্যবিবাহ বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মুচলেকা নিয়ে দুই কনের বাবাকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস।

ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকায় নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে শুক্রবার রাতে সেখানে অভিযান চালিয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মেয়েটির ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে তাঁর বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পরে উপজেলার ঝালরচর এলাকার আরেক নবম শ্রেণি পড়ুয়া মাদ্রাসার ছাত্রীর বিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। কনের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর কাছ থেকেও মুচলেকা নেওয়া হয়।