Thank you for trying Sticky AMP!!

করোনায় আক্রান্ত চিকিৎসককে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়

ছবি রয়টার্স

করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ চিকিৎসক শফিকুর রহমানকে (৫৭) ফরিদপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের হেলিপ্যাড থেকে তাঁকে ঢাকায় নেওয়া হয়।

চিকিৎসক শফিকুর রহমান ফরিদপুর মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান। তিনি এখন ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তাঁর বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলায়। তিনি ফরিদপুর শহরের লক্ষ্মীপুর মহল্লায় বসবাস করেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, ৬ জুলাই চিকিৎসক শফিকুর রহমানের করোনা শনাক্ত হয়। এরপর থেকে নিজ বাসায় তিনি চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকাল থেকে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায় এবং অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে যায়। বিষয়টি জানানো হলে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন।