Thank you for trying Sticky AMP!!

করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির জানাজায় ৫০০ মানুষ, পটিয়ার ২ ওয়ার্ড লকডাউন

চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৪ ও ৫ নাম্বার ওয়ার্ডকে লকডাউন ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন। আজ শুক্রবার দুপুরে এ আদেশ জারি করা হয়।

গত মঙ্গলবার করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তির জানাজায় প্রায় ৫০০ লোক অংশ নেন। পরে করোনা সনাক্ত হয় ওই ব্যক্তির। এ কারণে এ সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইনামুল হাসান প্রথম আলোকে বলেন, জিরি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা গত মঙ্গলবার করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম নগরীর রাত্তারপুল এলাকায় ছেলের বাসায় মারা যান। ওইদিন বাদ জোহর পটিয়ায় নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর জায়নাজায় ৪ ও ৫ নাম্বার ওয়ার্ডের প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়।

এই কর্মকর্তা বলেন, মৃত্যুর পর তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। গত বৃহষ্পতিবার রাতে উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পারে। এ কারণে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পরামর্শে এবং নির্বাহী কর্মকর্তার নির্দেশে দুই ওয়ার্ডকে ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।