Thank you for trying Sticky AMP!!

করোনা চিকিৎসায় বিআইটিআইডি

চট্টগ্রামে নতুন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত মানুষকে চিকিৎসা দিচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)। দেশের অন্যান্য হাসপাতালের মতো এখানকার চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরাও সেবা দিয়ে যাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে। ছবিগুলো শনিবার দুপুরের।
রোগীর নাম নিবন্ধন করছেন হাসপাতালের এক কর্মী।
অক্সিজেনের সিলিন্ডার ভেতরে নিয়ে যাচ্ছেন এক ওয়ার্ডবয়।
টেলিফোনে প্রয়োজনীয় কথা বলছেন এক নার্স।
ছাদে শুকাতে দেওয়া হয়েছে মাস্ক, ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই) ও জুতা।
করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়া ইদ্রিস আলীকে ওষুধপত্র বুঝিয়ে দিচ্ছেন চিকিৎসক।
করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়া ইদ্রিস আলীকে ফুল ও হাতে তালি দিয়ে বিদায় দেন চিকিৎসক ও নার্সরা।