Thank you for trying Sticky AMP!!

কর্ণফুলীতে করোনায় সংক্রমিত প্রথম রোগীর মৃত্যু

ছবিটি প্রতীকী

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় করোনাভাইরাসে (কোভিড–১৯) সংক্রমিত প্রথম রোগী মারা গেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) মো. ইয়াসির আরাফাত প্রথম আলোকে এ তথ্য দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, করোনায় মারা যাওয়া ওই রোগীর বাড়ি উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে। তাঁর বয়স ৬৫ বছর। ২৭ এপ্রিল করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর ২৮ এপ্রিল ভোরে তাঁকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ডায়াবেটিস ও ফুসফুসে ক্যানসার থাকায় তাঁকে আগ্রাবাদের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেথানেই তিনি করোনায় আক্রান্ত হন।

এ বিষয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ কনসালটেন্ট আব্দুর রবের বরাত দিয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) মো. ইয়াসির আরাফাত বলেন, 'করোনাভাইরাসে (কোভিড–১৯) আক্রান্ত ওই রোগী ২৮ এপ্রিল ভোরে এই হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যায় তিনি মারা গেছেন।তিনি বলেন, পরিবারের সঙ্গে কথা বলে করোনা রোগীর লাশ যেভাবে দাফন করা হয়, আমরা সেভাবে ওই বৃদ্ধার লাশ দাফনের ব্যবস্থা করব।'