Thank you for trying Sticky AMP!!

কসবায় সরকারি খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের গুরুহিত এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের গুরুহিত এলাকায় সরকারি খালে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সরকারি আদেশ অমান্য করে সরকারি খালে দোকান নির্মাণ করছিলেন ওই এলাকার খন্দকার দিদার হোসেন নামের এক ব্যক্তি। আজ বুধবার ভেকু মেশিন দিয়ে দোকানের জন্য নির্মিত ভবন ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন।

উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয় থেকে সরকারি খালে দোকান নির্মাণ করতে বাধা দেওয়া হলেও তা অমান্য করে খালে দালান নির্মাণ করছিলেন গুরুহিত এলাকার খন্দকার দিদার হোসেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয় থেকে সরকারি খালে দোকান নির্মাণ করতে বাধা দেওয়া হলেও তা অমান্য করে খালে দালান নির্মাণ করছিলেন গুরুহিত এলাকার খন্দকার দিদার হোসেন। আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেকু মেশিন দিয়ে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। খাল দখলকারী খন্দকার দিদার হোসেন পাশে দাঁড়িয়ে থাকলেও তিনি কোনো প্রতিবাদ করেননি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান বলেন, যদি ভবিষ্যতে সরকারি খালে আবারও কেউ স্থাপনা নির্মাণ করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।