Thank you for trying Sticky AMP!!

কালীগঞ্জ উপজেলায় প্রথম করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় নলতা ইউনিয়নের একজন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। সাতক্ষীরা জেলায় এই প্রথম কোনো চিকিৎসক করোনায় সংক্রমিত হলেন। এ ছাড়া জেলার কালীগঞ্জ উপজেলায় এই প্রথম কারও করোনা শনাক্ত হয়েছে। বুধবার রাত নয়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ওই চিকিৎসক প্রশিক্ষণের জন্য ১১ মে ঢাকায় যান। সেখান থেকে ২৯ মে তিনি বাড়িতে ফিরে কোয়ারেন্টিনে ছিলেন। গত শনিবার তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। বুধবার রাত নয়টার দিকে তার প্রতিবেদন পজিটিভ আসে। রাতেই তার বাড়ি লকডাউন করা হয়। ওই চিকিৎসক সুস্থ আছেন। তার শরীরে কোনো ধরণের উপসর্গ নেই।

সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, এ নিয়ে সাতক্ষীরায় ৪৭ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে দুজন সুস্থ হয়েছেন। অন্যদের প্রায় সবাই এখনো পর্যন্ত ভালো আছে।