Thank you for trying Sticky AMP!!

কিশোরগঞ্জে করোনা রোগী হাজার ছাড়াল

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ জেলায় নতুন করে ৮৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ছাড়াল। আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করোনা শনাক্ত হওয়া ৮৬ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ২২ জন, হোসেনপুরের ৩, করিমগঞ্জের ৫, তাড়াইলের ২, পাকুন্দিয়ার ১, কটিয়াদীর ৭, কুলিয়ারচরের ১৫, ভৈরবের ২৪, নিকলীর ৩ ও বাজিতপুরের ৪ জন রয়েছেন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন মো. মুজিবুর রহমান জানান, জেলায় সবশেষ ৩২৮ জনের নমুনা পরীক্ষায় ৮৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলার ১৩ উপজেলায় ১ হাজার ৮৩ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের এবং সুস্থ হয়েছেন ৩৬২ জন।