Thank you for trying Sticky AMP!!

কুলিয়ারচরে ট্রেন লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

দুর্ঘটনায় পড়া একটি ট্রেন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রেলওয়ের যন্ত্রাংশবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার সোয়া পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শেষ করার পর আজ সোমবার বেলা ৩টা ২০ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ভৈরব রেলওয়ে সূত্র জানায়, ঢাকা-চট্রগ্রাম রেলপথের উন্নয়নকাজ চলছে। উন্নয়নকাজের জন্য ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় যন্ত্রাংশ নেওয়া হচ্ছে। সোমবার সকালে একটি মালবাহী ট্রেনে করে যন্ত্রাংশ ব্রাহ্মণবাড়িয়ার ইমামবাড়ি স্টেশনে নেওয়া হচ্ছিল। সকাল ১০টার দিকে ট্রেনটি ছয়সূতি এলাকা অতিক্রম করার সময় একটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে ঢাকা-ময়মনসিংহ, ময়মনসিংহ–সিলেট ও ময়মনসিংহ-চট্টগ্রাম পথে সকাল ১০টা থেকে সরাসরি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা দেড়টার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। বেলা ৩টা ২০ মিনিটের দিকে ট্রেন চলাচলের জন্য লাইন স্বাভাবিক হয়। পরে বিকেল পৌনে চারটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনাস্থল অতিক্রম করে। দুর্ঘটনার কারণে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে এবং যাত্রাবিলম্ব হয়।

ভৈরব রেলস্টেশনের স্টেশনমাস্টার এ কে এম কামরুজ্জামান বলেন, দুর্ঘটনার কারণে বিশেষ করে বিজয় এক্সপ্রেস ট্রেনটির অধিক যাত্রাবিলম্ব হয়। ট্রেনটিকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া এবং পরে তালশহর স্টেশনে থামিয়ে রাখা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা যায়নি বলে জানান স্টেশনমাস্টার।

Also Read: কুলিয়ারচরে রেলের যন্ত্রাংশবাহী ট্রেন লাইনচ্যুত, চলাচল বন্ধ