Thank you for trying Sticky AMP!!

কুষ্টিয়ায় একসঙ্গে তিন থানায় ওসি বদল

কুষ্টিয়ার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে দুটি থানায় রদবদল ও একটি থানায় নতুন ওসি দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে তিন থানার ওসি পরিবর্তনের সিদ্ধান্ত হয়। রোববার সকালে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, গত ২৬ আগস্ট করোনায় সংক্রমিত হয়ে দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান মারা যান। এরপর থেকে সেখানে ওসি পদ শূন্য হয়। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলামকে দৌলতপুরে দেওয়া হয়েছে। কুষ্টিয়া সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফাকে খোকসায় দেওয়া হয়েছে। এ ছাড়া কামরুজ্জামান তালুকদার নামে এক ওসিকে কুষ্টিয়া সদর মডেল থানায় দেওয়া হয়েছে।


পুলিশের একটি সূত্র বলছে, নতুন করে ঢেলে সাজাতেই ওসিদের রদবদল করা হয়েছে। অনিয়ম–দুর্নীতি রুখতে নতুন করে পুলিশ জোরেশোরে অভিযান চালাবে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, তিনি খোকসায় বদলি হয়েছেন। তবে সদর থানায় নতুন ওসি এখনো আসেননি। তিনি যোগ দিয়ে দায়িত্ব বুঝে নেওয়ার পর খোকসায় চলে যাবেন।

দৌলতপুর থানার পরিদর্শক নিশিকান্ত সরকার বলেন, নতুন ওসি এখনো থানায় যোগ দেননি। হয়তো বিকেলের মধ্যে যোগ দেবেন।