Thank you for trying Sticky AMP!!

কুষ্টিয়ায় এখন থেকে যানবাহনের সব মামলা ই-ট্রাফিক ব্যবস্থায়

কুষ্টিয়া জেলার ম্যাপ

কুষ্টিয়ায় ট্রাফিক বিভাগকে শতভাগ ডিজিটালের আওতায় আনার অংশ হিসেবে ই-ট্রাফিক ব্যবস্থার যুগে প্রবেশ করল পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত।

পুলিশ সুপার বলেন, সরকার সেবা সহজ করতে এবং দুর্নীতি কমাতে সব ক্ষেত্রে ডিজিটাল সুযোগ-সুবিধা বাড়াচ্ছে। তারই অংশ হিসেবে এখন থেকে কুষ্টিয়াতেই ট্রাফিক বিভাগের সব মামলা ই-ট্রাফিক সিস্টেমে হবে। এতে মানুষের হয়রানি কমবে। সেই সঙ্গে দুর্নীতি করার কোনো সুযোগ থাকবে না। ইউ-ক্যাশের মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারবেন গ্রাহকেরা।

এ সময় সিটবেল্ট না বাঁধায় নতুন ব্যবস্থায় একটি প্রাইভেটকারের চালককে তিন হাজার টাকা জরিমানা করা হয়। ২০১৮ সালের নতুন সড়ক আইনে এখন থেকে সব যানবাহন এই সিস্টেমের আওতায় আসবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, আতিকুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর জুবায়ের হোসেনসহ অন্যরা।