Thank you for trying Sticky AMP!!

কুষ্টিয়ায় করোনা রোগী ৪০০ ছাড়াল

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় নতুন ৩৯ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে, যা এক দিনের হিসেবে সর্বোচ্চ। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ৪০০ ছাড়াল। কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ২২ এপ্রিল। এরপর শনাক্ত রোগীর সংখ্যা ১০০ ছুঁতে সময় লাগে ৪৫ দিন। কিন্তু পরের ছয় দিনেই রোগীর সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এরপর সাত দিনে আরও ১০০ রোগী শনাক্ত হয়। পরের ১০০ রোগী শনাক্ত হতে সময় লাগল মাত্র চার দিন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১৯ জন, দৌলতপুরে ২, মিরপুরে ৫, ভেড়ামারায় ৭, কুমারখালীতে ৫ ও খোকসায় ১ জন রয়েছেন। এদের মধ্যে পুরুষ ৩০ ও নারী ৯ জন। সব মিলিয়ে এখন জেলায় করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত ব্যক্তির সংখ্যা ৪৩৪।

কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, কুষ্টিয়া ও ভেড়ামারা পৌরসভায় করোনা রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ দুটি পৌর এলাকার ১৯টি ওয়ার্ড ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। এরপরও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। তিনি জানান, জেলায় বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২৯৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন ২২ জন। করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন চারজন।