Thank you for trying Sticky AMP!!

কুষ্টিয়ার পোড়াদহ জংশনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সন্ধ্যায়

কুষ্টিয়ায় ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ

কুষ্টিয়ার পোড়াদহ জংশনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে পোড়াদহ জংশনে এ দুর্ঘটনা ঘটে।

পোড়াদহ জংশনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি হয়েছে। আজ সন্ধ্যায়

ঘটনার সত্যতা নিশ্চিত করে পোড়াদহ স্টেশনমাস্টার শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ছয়টার আগে পোড়াদহ জংশনে আসে। কুষ্টিয়া রুটে নেওয়ার সময় ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্টেশনমাস্টার আরও বলেন, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। রাতের মধ্যেই লাইনচ্যুত বগি সরানো সম্ভব হবে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।