Thank you for trying Sticky AMP!!

কুষ্টিয়ায় স্ত্রীসহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক)

কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কুষ্টিয়া দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করা হয়।

ওই মামলার আসামি দুজন হলেন কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান ও তাঁর স্ত্রী বিলকিস রহমান। তাঁরা কুষ্টিয়া শহরের পেয়ারাতলার ১৯/২ জাহের আলী সড়কের বাসিন্দা। পৃথক দুটি মামলায় তাঁদের আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, বিলকিস রহমান অবৈধভাবে ৫৫ লাখ ৩৩ হাজার ৫৩৪ টাকার সম্পদ অর্জন করেছেন। তাঁর স্বামী ৫২ লাখ ৫৫ হাজার ১৬৯ টাকার সম্পদ অর্জন করেছেন।

কুষ্টিয়া দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাকারিয়া বাদী হয়ে মামলা দুটি করেন। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারায় মামলা হয়েছে। আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।