Thank you for trying Sticky AMP!!

কুড়িগ্রামে চিকিৎসকসহ আরও ৫ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

কুড়িগ্রামে এক চিকিৎসকসহ নতুন করে আরও পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৫।

গতকাল রোববার রাতে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ভূরুঙ্গামারী উপজেলায় দুজন, উলিপুরে দুজন ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের একজন চিকিৎসক রয়েছেন। আইসোলেশনে আছেন ৪৬ জন।

কুড়িগ্রামের সিভিল সার্জন হাবিবুর রহমান বলেন, জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ১৯৫ জনের। এর মধ্যে ৯৬৮ জনের ফল পাওয়া গেছে। ৫৫ জনের করোনা পজিটিভ এসেছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয়জন। তিনি আরও বলেন, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু মানুষ সামাজিক দূরত্ব না মেনে হাটবাজারসহ বিভিন্ন স্থানে ভিড় করছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হলেও কিছু মানুষ তা মানছে না।