Thank you for trying Sticky AMP!!

কুড়িগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত

কুড়িগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত এক কিশোর (১৭) শনাক্ত হয়েছে। এই জেলায় এটাই প্রথম করোনার রোগী বলে জানিয়েছে সিভিল সার্জনের কার্যালয়।

ওই কিশোরের বাড়ি রৌমারী উপজেলায়। সে স্থানীয় এক মাদ্রাসায় পড়ে। জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ দেখা দেওয়ায় ১০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ সোমবার পরীক্ষার ফল পাওয়া যায়, যাতে নিশ্চিত হওয়া গেছে সে করোনাভাইরাসে আক্রান্ত।

এ ঘটনার পর ওই কিশোরের বাড়ি লকডাউন করা হয়েছে। পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সিভিল সার্জন হাবিবুর রহমান জানান, করোনাভাইরাসে আক্রান্ত ওই কিশোর ১৫ মার্চ ঢাকার সাভারে মামার বাসায় বেড়াতে যায়। ৬ এপ্রিল সে রৌমারীতে ফিরে আসে। করোনার উপসর্গ দেখা দেওয়ায় তার নমুনা পরীক্ষা করা হয়।

সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত জেলায় ১১২টি নমুনার মধ্যে ৪৪ জনের ফলাফল পাওয়া গেছে। গতকাল আটটি নমুনার ফল পাওয়া যায়। এর মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত।