Thank you for trying Sticky AMP!!

কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে শিডিউল বিপর্যয়

ঘন কুয়াশার কারণে সৈয়দপুরে বিমান চলাচলে শিডিউল বিপর্যয় ঘটেছে। আজ সোমবার সৈয়দপুর বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থার তিনটি ফ্লাইট প্রায় তিন ঘণ্টা বিলম্বে চলাচল করেছে। আগের দিন সকালেও দুটি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটে।

সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, দুদিন ধরে ঘন কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যায়নি। আজ সকালে কুয়াশার ভিজিবিলিটি ছিল মাত্র ৪০০ মিটার। এ অবস্থায় উড়োজাহাজ উড্ডয়ন অবতরণ ঝুঁকিতে পড়ে। এর ফলে ইউএস বাংলা এয়ারলাইনসের দুটি ফ্লাইট অন্তত তিন ঘণ্টা বিলম্বে চলাচল করেছে। প্রথম ফ্লাইটটি ছাড়ার কথা ছিল বেলা ১১টায়। ছেড়ে গেছে ২টা ৪৮ মিনিটে। দ্বিতীয় ফ্লাইট ১টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও গিয়েছে ৩টা ৫০ মিনিটে। এ ছাড়াও নভোএয়ারের একটি ফ্লাইট বেলা ১১টা ২০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করার কথা থাকলেও গিয়েছে বিকেল ৩টায়। আগের দিনও একই কারণে সকালের দুটি ফ্লাইট এক ঘণ্টা বিলম্বে চলাচল করেছে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, বিকেলে কুয়াশার ভিজিবিলিটি এক হাজার মিটারে দাঁড়ায়। এ অবস্থায় আকাশ কিছুটা পরিষ্কার হয়ে ওঠে। ফলে বিমান চলাচলে ঝুঁকি কিছুটা কমে আসে।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুশান্ত দত্ত জানান, বিকেলের পর আবহাওয়া অনেকটা অনুকূলে চলে আসে। এ কারণে পরবর্তী ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হয়ে আসে।