Thank you for trying Sticky AMP!!

কোভিডের উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে দুজনের মৃত্যু

প্রতীকী ছবি

কোভিডের উপসর্গ নিয়ে দুই ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিদের একজন (৫০) সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা। অন্যজন (৬৭) জেলার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মণ্ডল জানান, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কালীগঞ্জের এক ব্যক্তি ২১ জুলাই হাসপাতালে ভর্তি হন। তাঁর অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাঁকে নিবিড় পরিচর্যা ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর পাঁচটার দিকে তিনি মারা যান। তাঁর কোভিড আছে কি না, তা পরীক্ষার জন্য আগেই নমুনা পাঠানো হয়েছে খুলনা পিসিআর ল্যাবে। তবে প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

সদরের ওই ব্যক্তি গতকাল রোববার কোভিডের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাতটার দিকে তিনি মারা যান। মৃত্যুর পর তাঁর নমুনা নেওয়া হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জানান, মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তাঁদের বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করা হয়েছে।