Thank you for trying Sticky AMP!!

কোভিড উপসর্গ নিয়ে রাজশাহীতে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ছবি রয়টার্স

রাজশাহীতে করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে সাবেক এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তাঁর নাম মীর শওকত আলী (৬৫)। তিনি অগ্রণী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কয়েক বছর আগে অবসরে যান।

ওই ব্যাংক কর্মকর্তার বাড়ি রাজশাহী নগরের হোসনীগঞ্জ এলাকায়। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আজ সকাল ১০টার দিকে মীর শওকত আলীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এরপর তাঁকে করোনার সন্দেহভাজন রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ডে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

সাইফুল ফেরদৌস জানান, মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না, তা নমুনা পরীক্ষার পরই বলা যাবে।

শওকতের বড় ভাই মীর লায়েক আলী জানান, স্বাস্থ্যবিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দল তাঁর ভাইয়ের মৃতদেহ দাফনের ব্যবস্থা করছে।