Thank you for trying Sticky AMP!!

কয়লাবাহী লাইটার জাহাজ তলা ফেটে ডুবোচরে

বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরের পশুর নদে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ তলা ফেটে ডুবোচরে আটকে পড়েছে। রোববার দুপুরে তোলা

বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরের পশুর নদে কয়লাবাহী এমভি বিবি-১১৫৮ নামে একটি লাইটার জাহাজ তলা ফেটে ডুবোচরে আটকে গেছে। শনিবার রাতে মোংলা বন্দরের পশুর নদের ইসমাইলের চরে এ দুর্ঘটনা ঘটে।

তবে ওই লাইটার জাহাজে থাকা ১০ নাবিক সুস্থ আছেন। রোববার সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে লাইটার জাহাজটি এখনো উদ্ধার করতে পারেনি কর্তৃপক্ষ।

মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন বলেন, ‘মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙর করা জাহাজ থেকে ইস্টার্ণ প্রাইভেট লিমিটেডের আমদানি করা কয়লা এমভি বিবি-১১৫৮ নামে একটি লাইটার জাহাজ পরিবহন করছিল। শনিবার রাত ১১টার দিকে হারবাড়িয়া থেকে ৮০০ টন কয়লা নিয়ে খুলনার দিকে যাওয়ার পথে পশুর নদের ইসমাইলের ডুবোচরে আটকে তলা ফেটে কাত হয়ে যায়। এই লাইটার জাহাজে ১০ জন নাবিক ছিলেন। তাঁরা সবাই নিরাপদে রয়েছেন। লাইটার জাহাজটি নদে ভাটির সময় দেখা যাচ্ছে। জোয়ার এলে ডুবে যাচ্ছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাইটার জাহাজটিকে উদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে।’