Thank you for trying Sticky AMP!!

খাজনার টাকা আত্মসাৎ, ভূমি কর্মকর্তার তিন বছরের কারাদণ্ড

আদালত

খুলনায় জমির খাজনা বাবদ আদায় করা টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে এক ভূমি কর্মকর্তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে আত্মসাৎ করা ৯৯ হাজার ৫৬ টাকা জরিমানা হিসেবে ফেরত, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক জিয়া হায়দার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ওই কর্মকর্তার নাম বেগম আয়শা আক্তার। তিনি বাগেরহাটের তহসিল অফিসে কর্মরত ছিলেন। রায় ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন।

দুদক খুলনার পরিদর্শক বিজন কুমার রায় বলেন, ২০১৪-১৫ অর্থবছরে বাগেরহাট তহসিল অফিসে কর্মরত অবস্থায় আয়শা আক্তার আদায় করা জমির খাজনার ৯৯ হাজার ৫৬ টাকা আত্মসাৎ করেন। ওই ঘটনায় দুদকের সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন তদন্ত শেষে তাঁকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। ওই মামলার আরেক আসামি শেখ মনিরুজ্জামানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।