Thank you for trying Sticky AMP!!

খুলনায় নার্সসহ হাসপাতালের তিনজনের করোনা শনাক্ত

খুলনা করোনা হাসপাতালের (ডায়াবেটিক হাসপাতাল) নার্সসহ তিনজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৬৮ জনের নমুনা পরীক্ষা করে এই তিনজনের করোনা পজিটিভ পাওয়া যায়।

খুলনার সিভিল সার্জন সুজাত আহমেদ বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্স এবং রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পরিচ্ছন্নতাকর্মী ও এক নৈশপ্রহরীর করোনা শনাক্ত হয়েছে। ওই নার্স খুলনা করোনা হাসপাতালের নার্সদের ইনচার্জ হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেছেন।

সিভিল সার্জন জানান, এর আগে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ইপিআই টেকনিশিয়ান করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে আইসোলেশনে রয়েছেন। ওই ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার আগে থেকেই লকডাউন করা আছে।