Thank you for trying Sticky AMP!!

খুলনা বিভাগে করোনা শনাক্ত ১৪০৫২

প্রতীকী ছবি

খুলনা বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। বিভাগে প্রথম কোভিড–১৯ রোগী শনাক্ত হওয়ার ১৪৪তম দিন আজ রোববার রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২ জনে। 

গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে খুলনা বিভাগে নতুন ২০৯ জন কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় বিভাগে সুস্থতার হার ৬৬ শতাংশের কিছুটা বেশি। গত ২৪ ঘণ্টায় বাগেরহাট, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় কোনো রোগী শনাক্ত হয়নি।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান, কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচজন। এ নিয়ে বিভাগে মোট ২৪২ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩০০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৯ হাজার ২৯৯ জন।

বিভাগে কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৪২ জনের মধ্যে সবচেয়ে বেশি ৭২ জন মারা গেছেন খুলনায়। এ ছাড়া কুষ্টিয়ায় ৪২ জন, যশোরে ৩২ জন, সাতক্ষীরায় ২২ জন, ঝিনাইদহে ১৮ জন, বাগেরহাটে ১৫ জন, চুয়াডাঙ্গা ও নড়াইলে ১৩ জন করে, মাগুরায় ৮ জন এবং মেহেরপুরে ৭ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত ১৪ হাজার ৫২ জনের মধ্যে ৪ হাজার ৬৮৫ জনই খুলনা জেলার। বিভাগের মোট রোগীর প্রায় ৩৪ শতাংশ খুলনার। এ ছাড়া বাগেরহাটে ৬৯৪ জন, চুয়াডাঙ্গায় ৮১৬ জন, যশোরে ২ হাজার ২১৫, ঝিনাইদহে ১ হাজার ১২৮, কুষ্টিয়ায় ১ হাজার ৯৮১, মাগুরায় ৫৭৩, মেহেরপুরে ২৫৬, নড়াইলে ৯২৪ জন এবং সাতক্ষীরা জেলায় ৭৮০ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।