Thank you for trying Sticky AMP!!

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ২৬৫ জন শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় আরও ২৬৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে কোভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৩১৭।

গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো ১২৯ জনের।

খুলনা জেলায় রোগীর সংখ্যা তিন হাজার ও যশোরে রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। কুষ্টিয়ায় রোগীর সংখ্যা হাজার ছুঁই ছুঁই। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল মুরশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, বিভাগে নতুন করে ১৮৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হলেন ৩ হাজার ১৪৩ জন। শনাক্ত বিবেচনায় বিভাগে সুস্থ হওয়ার হার প্রায় ৪৩ শতাংশ।

খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১৯ মার্চ। পরবর্তী ৭৩ দিনে শনাক্তের সংখ্যা ৫০০ ছাড়ায়। ১০ জুলাই ১১৪তম দিনে রোগীর সংখ্যা সাড়ে ছয় হাজার ছাড়ায়। ১২ জুলাই ১১৬তম দিনে রোগীর সংখ্যা ছাড়ায় সাত হাজার।

নতুন শনাক্ত ২৬৫ জনের মধ্যে খুলনা জেলায় ৭৪ জন, বাগেরহাটে ১২, যশোরে ৬৫, ঝিনাইদহে ৩৭, কুষ্টিয়ায় ৩৬, মাগুরায়, মেহেরপুর ৪, চুয়াডাঙ্গায় ১০ ও সাতক্ষীরায় ৬ জন রয়েছেন। এই সময়ে নড়াইলে কোনো রোগী শনাক্ত হয়নি।

অধিদপ্তরের দেওয়া হিসাবে, সংক্রমণ ও মৃত্যু—দুই সূচকেই বিভাগের মধ্যে খুলনা অনেক এগিয়ে। মোট সংক্রমিত ৭ হাজার ৩১৭ জনের মধ্যে ৩ হাজার ১০৪ জনই খুলনা জেলার। বিভাগের মোট রোগীর ৪৩ শতাংশ খুলনার। এ ছাড়া বাগেরহাটে ৩২৩, চুয়াডাঙ্গায় ৩০২, যশোরে ১ হাজার ৫৪, ঝিনাইদহে ৪৫২, কুষ্টিয়ায় ৯৭৪, মাগুরায় ২১৫, মেহেরপুরে ১০৪, নড়াইলে ৩৯১ ও সাতক্ষীরায় ৩৯৮ জন রোগী শনাক্ত হয়েছেন।