Thank you for trying Sticky AMP!!

গাছ থেকে ঘুড়ি পাড়তে গিয়ে প্রাণ গেল শিশুটির

প্রতীকী ছবি

রাজশাহী নগরে ঘুড়ি ওড়াচ্ছিল এক শিশু। হঠাৎ ঘুড়িটির সুতা কেটে উড়ে এসে পড়ে একটি গাছে। সেই গাছ থেকে ঘুড়ি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারায় শিশুটি।

আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজশাহী নগরের শাহ মখদুম থানার আরডিএ ভবনের পেছনে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই শিশুর নাম জাহিদ হোসেন (১২)। সে নগরের চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড় এলাকার আক্তার হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, জাহিদের ঘুড়ি উড়ে এসে পড়ে একটি শালগাছে। ঘুড়ি নামানোর জন্য সে সেই গাছে ওঠে। বিদ্যুতের সংযোগ ওই গাছের সঙ্গে লেগে ছিল। ঘুড়িটি পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গাছেই ঝুলে ছিল। পরে পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা এসে তাকে উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার বলেন, শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।