Thank you for trying Sticky AMP!!

গাজীপুরে আরও ৮৮ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি

গাজীপুরে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন ৮৮ জন। এ নিয়ে জেলায় কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৫২৩–এ।

আজ বুধবার বিকেলে গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন আক্রান্তের মধ্যে কালিয়াকৈর উপজেলায় পাঁচজন, কালীগঞ্জে ২০, কাপাসিয়ায় ১১, শ্রীপুরে ২১ ও গাজীপুর সদর ও সিটি করপোরেশন এলাকায় ৩১ জন।

এ নিয়ে গাজীপুরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫২৩–এ। এর মধ্যে কালিয়াকৈর উপজেলায় ৪১৮ জন, কালীগঞ্জে ৩২৯, কাপাসিয়ায় ২৩৪, শ্রীপুর উপজেলায় ৪২১ এবং গাজীপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা মিলে ২ হাজার ১২১ জন। মারা গেছেন ৪৩ জন।

গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান বলেন, গাজীপুর জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৭০ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের করোনাভাইরাসের সংক্রমণ পজিটিভ এসেছে। গাজীপুর থেকে এ পর্যন্ত ২৪ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়।