Thank you for trying Sticky AMP!!

গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় জার্সি নিট কারখানায় অগ্নিকাণ্ড। মঙ্গলবার মধ্যরাতে তোলা

গাজীপুর নগরের কোনাবাড়ী এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে কারখানাসহ আশপাশের কয়েকটি দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১২টার দিকে কোনাবাড়ী এলাকায় জার্সি নিট কম্পোজিট নামের সুতা তৈরির কারখানার সেমি পাকা দ্বিতল টিনশেডে ভবনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে তিনটি, কালিয়াকৈর ফায়ার স্টেশন থেকে দুটি ও কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে পুরো টিনশেড, ভেতরে থাকা মেশিন, সুতা ও মোটরসাইকেলসহ বিভিন্ন মাল পুড়ে গেছে।

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে তোলা

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র ওয়্যার হাউস পরিদর্শক মো. তাশাররফ হোসেন বলেন, রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও আজ সকালে ডাম্পিংয়ের কাজ চলছিল। ভেতরে বিভিন্ন স্থান থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।