Thank you for trying Sticky AMP!!

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তী প্রবাল হাউজিং এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

দগ্ধ তিনজন হলেন বাড়ির মালিক আবদুর রশিদ (৫০), পাশের কক্ষের ভাড়াটে তাহমিনা আক্তার (৩০) ও শরিফুল ইসলাম (২০)।

বাড়িটির ভাড়াটেরা জানান, আবদুর রশিদের বাড়ির একটি কক্ষে সবুজ হোসেন নামে এক কারখানাশ্রমিক ভাড়া থাকেন। বৃহস্পতিবার সবুজ ছুটি পেয়ে তাঁর গ্রামের বাড়িতে চলে যান। শুক্রবার বিকেলে ওই কক্ষ থেকে গ্যাস বের হওয়ার বিষয়টি বুঝতে পেরে বাড়ির মালিক আবদুর রশিদ তাঁর কক্ষের তালা ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর সঙ্গে পাশের কক্ষের ভাড়াটে তাহমিনা আক্তার ও শরিফুল ইসলাম ওই কক্ষে গিয়ে ঘরে বাতি জ্বালাতে গেলে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে ওই তিনজন দগ্ধ হন। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে জিরানী এলাকায় জিয়া হাসপাতালে ভর্তি করেন।

দগ্ধ আবদুর রশিদ বলেন, ওই কক্ষে গ্যাসের শব্দ পেয়ে তাঁরা ভেতরে গিয়ে ঘরের লাইট জ্বালাতে গেলেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

চিকিৎসকের বরাতে হাসপাতালটির মালিক জিয়া ইসলাম বলেন, আগুনে তাহমিনার শরীরের ৪৬ শতাংশ, রশিদের ৩৫ শতাংশ পুড়ে গেছে। আর শরিফুল সামান্য দগ্ধ হয়েছেন। দগ্ধ তাহমিনা ও রশিদকে ঢাকায় পাঠানো হয়েছে।