Thank you for trying Sticky AMP!!

গাজীপুরে নতুন ১৪৯ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি

প্রতিদিনই গাজীপুরে করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ১৪৯ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫১১। এ পর্যন্ত মারা গেছেন ২৮ জন। আজ বুধবার বিকেলে গাজীপুর সিভিল সার্জন কার্যালয় ওই তথ্য নিশ্চিত করেছে।

গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরে নতুন করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৪৯ জন। তাঁদের মধ্যে সদরে ১০১ জন, কালিয়াকৈর উপজেলায় ২৭ জন ও শ্রীপুরে ২১ জন।

এ নিয়ে গাজীপুরে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫১১। তাঁর মধ্যে কালিয়াকৈর উপজেলায় ৩০৯ জন, কালীগঞ্জে ১৯৮, কাপাসিয়াতে ১৫৩, শ্রীপুর উপজেলায় ২৬৯ এবং গাজীপুর সদর উপজেলা ও সিটি করোপোরেশন এলাকা মিলে ১ হাজার ৫৮২ জন। এ পর্যন্ত গাজীপুরে মারা গেছেন ২৮ জন আর সুস্থ হয়েছেন ৩৯৯ জন।

গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান জানান, গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নমুনা পাঠানো হয়েছে ৫০১ জনের, সেখানে আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ১৮ হাজার ৪৮১ জনের।